• মহানগর

    হিন্দু ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ২:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথঃ বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ১৪৩০-১৪৩২ বঙ্গাব্দ সনের কার্যকরী সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটি আগামী তিন বছরের জন্য দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচনে অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী চেয়ারম্যান ও এড.নিতাই প্রসাদ ঘোষ মহাসচিব নির্বাচিত হন।




    অন্যান্য পদে নির্বাচিত কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক হারাধন নাগ, যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ পালিত,অর্থ সচিব জ্যোতিময় চৌধুরী কাজল,সাংগঠনিক সচিব আশুতোষ সরকার,শিক্ষা সচিব অধ্যাপক বিজয় লক্ষী দেবী, অজিত কুমার আইচ,ডা.গৌতম চৌধুরী, ডা.অনির্বাণ ঘোষ,অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত, বিকাশ মজুমদার, অজিত কুমার দাশ, সুভাষ দাশ,সুমন কৃষ্ণ দাশ,প্রকৌশলী উদয় শেখর দত্ত, তাপস কান্তি হোড়,বাসনা দাশ,নিরুপম দাশগুপ্ত, মতিলাল দেওয়ানজী, এড রবিরায় দাশ প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content