• মহানগর

    জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জন গ্রেফতার

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ৯:১৮:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

    বুধবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।




    গ্রেফতারকৃতরা হলেন-মো.জসীম উদ্দীন (২৮), মো.হুমায়ুন (৩৬), মো.আবুল কালাম (৩২), মোহাম্মদ নাসির (৩২), মো. বাদশা (২৮), মো.জামাল (৪৮), মো.কামাল হোসেন (৩০), মো.শওকত আলী (২৯), মোহাম্মদ জাহিদ (২৪), মো.বাদশা (৪৪), মো.নবীর উদ্দিন (৪৩), মো.ইসমাইল (৪৮), মো.বখতিয়ার (৪৫) ও মো.ফজলুর রহমান (৫০)।




    সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মৌলভী পুকুরপাড় সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজে অভিযান চালানো হয়।

    এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাসের বান্ডিল এবং নগদ ১৩ হাজার ৮০ টাকাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content