• মহানগর

    চট্টগ্রাম কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত গৌর পূর্ণিমা উৎসব পালন

      প্রতিনিধি ৭ মার্চ ২০২৩ , ১১:৫৪:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথ: শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম শুভ আর্বিভাব তিথি গৌর পূর্ণিমা উৎসব ২০২৩ পালন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত জে এম সেন হল প্রাঙ্গনে আড়ম্বরপূর্ণ ভাবে পালন করেন।



    এতে বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রী অসীম কুমার দেব, চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী শ্যামল কুমার পালিত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।



    মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী,অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ,অ্যাডভোকেট চন্দন বিশ্বাস।বক্তরা বলেন মানব কল্যাণে চৈতন্য মহাপ্রভুর আর্দশ অনুস্বরণ করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে উল্লেখ করেন।



    আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



    এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সাগর মিত্র,আনোয়ারা পুজা উদযাপন পরিষদ সম্পাদক নিউটন সরকার,সংগঠক কল্লোল সেন,সাংবাদিক রিমন মুহরী,অধ্যাপক শিপলু কুমার দে,সুমন নাথ,বিকাশ মজুমদার,শিমুল দাশ, অজিত দাশ,অশোক দাশ,সুজন দাশ প্রমুখ।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content