• বিনোদন

    বিকিনি পরে সমুদ্র স্নানে ‘মৎস্যকন্যা’ মনামী

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ১০:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মনামী ঘোষ। নানা ডিজাইনের বিকিনিতে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন অভিনেত্রী।

    রোববার সমুদ্রের পাড়ে ক্লিক করা একাধিক ছবি পোস্ট করেন মনামী। মাল্টি কালারের বিকিনি ড্রেসে মনামীকে দেখে বোঝা যাচ্ছে, দোলের মুডে রয়েছেন নায়িকা।



    ক্যাপশনে লিখেছেন, ‘মৎস্যকন্যারা কি দোল খেলে?’ সমুদ্রের জলে সিক্ত মনামীকে দেখে ঘুম ছুটেছে নেটপাড়ার। তার ফিটনেস দেখে মুগ্ধ অনুরাগীরা।

    তবে শুধু প্রশংসা নয়। একের পর এক কটাক্ষও শুনতে হচ্ছে অভিনেত্রীকে। কেউ তার বডি শেমিং করেছেন কেউ আবার তাকে মিনি উর্ফি তকমা দিয়েছেন।



    আরও খবর 20

    Sponsered content