• জাতীয়

    নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মো‌দির অভিনন্দন

      প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৯:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি।

    সম্প্রতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় মো‌দি লিখেছেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।



    মো‌দি ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে আমাদের ভাগ করা ত্যাগের মধ্যে নিহিত। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এ বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষ‌য়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আত্মবিশ্বাসী যে, আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা আরও বৃ‌দ্ধি পা‌বে।



    বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা ক‌রেন ভার‌তের প্রধানমন্ত্রী।



    0Shares

    আরও খবর 17

    Sponsered content