• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ার হত্যা মামলার আসামি উখিয়া থেকে গ্রেপ্তার

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪২:২০ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম : চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা মামলার পলাতক আসামি রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়।



    সোমবার ২৭ ফেব্রুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং মধুরছাড় ক্যাম্প স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

    গ্রেপ্তারকৃত মো. আমিন (২৫) রোহিঙ্গা শরণার্থী ৪ নম্বর ক্যাম্পের সি-৩ ব্লকের আজজুর রহমানের ছেলে।



    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার চরম্বার বাইয়ার পাড়ার আহম্মেদ কবির নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ খুন হন। মূলত দৈনিক মজুরী কাঙ্খিত পরিমানে না দেয়ায় এবং ঘটনার দিন খুন হওয়া আহম্মেদ কবিরের সাথে নগদ প্রায় ৫০ হাজার টাকা থাকায় ক্ষোভ ও টাকার লোভে গ্রেপ্তারকৃত আমিন ও তার সহযোগীরা মিলে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে কক্সবাজার পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে জানায়। খুন হওয়া আহম্মেদ কবিরের বাড়িতে আমিন কৃষি কাজ করতো।



    আরও বলেন, এসআই নুরুন্নবী এবং শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উল্লেখিত এলাকা হতে তথ্যপ্রযুক্তির সাহায্যে হত্যাকাণ্ডে জড়িত আমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃত আসামিকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।



    অপর আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

    আরও খবর 28

    Sponsered content