• দক্ষিণ চট্টগ্রাম

    বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচন : প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার আশা করছি-স্বতন্ত্রপ্রার্থী মিজান

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

    মো: জুয়েল,বোয়ালখালী প্রতিনিধি: নাগরিক কমিটির মনোনীত প্রার্থী শাহজাদা এস.এম. মিজানুর রহমান বলেন, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সকলের সহযোগিতায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার আশা করছি।



    বুধবার ২২ ফেব্রুয়ারি বিকেলে বিআরডিবি হলরুমে বোয়ালখালীতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, বিপ্লবীদের চারণভূমি বোয়ালখালী।যে কোনো আন্দোলন সংগ্রামে এ বোয়ালখালীর ভূমিকা ইতিহাসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।এ উপজেলার অত্যন্ত শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে জনসাধারণ। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা জনপ্রতিনিধির এ আসনটি প্রভাবশালী মহলের হাতে জিম্মি হয়ে পড়ছে।এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে আগামী প্রজন্মকে সুন্দর সমাজ ও জনপ্রতিনিত্বের প্রশাসন ব্যবস্থা জনতার ঘরে ঘরে পৌছানোর সংকল্প নিয়ে নির্বাচন করার দৃঢ সিদ্ধান্ত নিয়েছি।



    নির্বাচনে জনগণ যে সিদ্ধান্ত দেয়, সে সিদ্ধান্ত অকপটে মেনে নেব বললেন স্বতন্ত্রপ্রার্থী এস এম মিজানুর রহমান।

    স্বতন্ত্রপ্রার্থী এস এম মিজানুর রহমান বোয়ালখালী পৌরসভার কধুরখীল ১নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি পৌর প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। এছাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান, জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।



    উপ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এসএম মিজানুর রহমানসহ  ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ও স্বতন্ত্রপ্রার্থী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।



    তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    আরও খবর 28

    Sponsered content