প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩১:১৬ প্রিন্ট সংস্করণ
মো: আফতাব উদ্দিন মাহমুদ ইমন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর বায়েজিদ থানাধীন শতাব্দী হাউজিং এলাকায় মেয়াদ বিহীন বেকারী পণ্য মজুদ করা, কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকার দায়ে গ্লোরী ফুডস এন্ড বেভারেজকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বাংলাবাজার এলাকায় ফুটপাত ও নালার জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করে ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।