• মহানগর

    লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:০২:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আব্দুল আল মামুন: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর উদ্যোগে ১০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।



    ২৭ জানুয়ারী শুক্রবার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর ফাউন্ডার ও জোন চেয়ারপার্সন লায়ন মো: আশিকুল আলম আশিকের নেতৃত্বে আনোয়ারায় পলিয়া পাড়ায় কম্বলগুলো বিতরণ করা হয়।



    উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর ভাইস প্রেসিডেন্ট লায়ন তানিয়া আক্তার, ক্লাব ডিরেক্টর লায়ন কামাল উদ্দিন, লায়ন মোঃ শাহজাহান, লায়ন মোঃ ইমরান লিও ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর ক্লাব ডিরেক্টর লিও পারভেজ, জয়েন্ট ট্রেজারার লিও সাজিদ, লিও শাফওয়ান, লিও মুনির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content