• মহানগর

    চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন:শহিদ মোহাম্মদ শাহ হল চ্যাম্পিয়ন

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:০৮:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে ও শারীরিক শিক্ষা শাখার সহযোগিতায় “আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২২” সম্পন্ন হয়েছে।

    উক্ত প্রতিযোগিতার ফাইনাল খেলায় শহিদ মোহাম্মদ শাহ হল ২-০ সেটে বঙ্গবন্ধু হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মো. ফাহিম মোরশেদ ইন্না এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত মেহেদী হাসান লিমন।



    এ উপলক্ষ্যে আজ ২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার-২০২৩ বিকাল ৪.৩০ ঘটিকায় উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।



    ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও শহিদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর।



    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারিরীক শিক্ষা বিভাগের উপ-প্রধান জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ চুয়েট পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেন শারিরীক শিক্ষা প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দিন ও জনাব মো. ইয়াসির আরাফাত।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content