• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৩ , ১০:২১:১৬ প্রিন্ট সংস্করণ

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা মইনীয়া যুব ফোরাম মহতি পাড়া শাখার উদ্যােগে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ২ দিন ব্যাপী সুন্নী সম্মেলনের ১ম দিনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।



    শুক্রবার ২৭ জানুযারি সকালে মসজিদ সংলগ্ন মাঠে সকাল ৯টা থেকে ১ম দিবসে ফ্রী চিকিৎসা, ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়বেটিস নির্ণয়, খৎনা, কর্ণ ছেদন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩’শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে ২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।



    অনুষ্ঠিত সুন্নি সম্মেলনের প্রথম দিবসে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে খলিফা রেজাউল করিম ভান্ডারী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফর তালুকদার, বিশেষ অতিথি ছিলেন মহিলা ইউপি সদস্য শাহনাজ আক্তার, সমাজ সেবক শাহ্ আলম তালুকদার, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন রুবেল, মইনীয়া যুব ফোরাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এম ইউসুফ খান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ অনোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দীন, প্রবাসী ইকবাল হোসেন, মোঃ নুরুল আবছার। মইনীযা যুব ফোরাম পোমরা ইউনিয়নের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক আকতার, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, মইনীয়া যুব ফোরাম মহতি পাড়া শাখার সভাপতি মোঃ সরোয়ার আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ কায়সার, অর্থ সম্পাদক মোরশেদুল আলম প্রমুখ।



    আরও খবর 27

    Sponsered content