প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৫:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ
মো: আরিফুল ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে জ্বালানী কাঠ পাচারকালে জীপ গাড়ি আটক করেছে বন বিভাগ।
২৫ জানুয়ারি বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম নির্দেশ পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদ ও ডলুবিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পদুয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদ বলেন, গতকাল রাতে পুটিবিলা গৌড়স্থান নামক স্থানে জীপ গাড়ি বোঝাই জ্বালানী কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জ্বালানি কাঠ বোঝাই একটি জীপ গাড়ি আটক করে, বন আইনে মামলা রুজু করা হয়েছে।