• দক্ষিণ চট্টগ্রাম

    কর্ণফুলীর তীর দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৩ , ১০:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুন ভাবে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার ( ২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।



    অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং জামিউল হিকমা। অভিযানকালে নতুনভাবে গড়ে তোলা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে নদীর তীর দখলমুক্ত করা হয়।



    নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলকারীদের সতর্ক করে বলেন, নদীর তীরে অবৈধ দখরকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নদ নদীর পাড় পাবলিক ট্রাস্ট সম্পত্তি বা জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক অবৈধ উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে।



    0Shares

    আরও খবর 28

    Sponsered content