• মহানগর

    প্রান্তিক জনগোষ্ঠী দারিদ্রমুক্ত হলে উন্নত দেশ গড়ার স্বপ্ন সফল হবে

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ১১:০৭:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সেন্টার ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ক্লাবের সহযোগিতায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।



    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সমাজের সাধারণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা যদি দারিদ্রমুক্ত করতে পারি তাহলে আমাদের আগামীদিনের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হবে।

    সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের শীত নিবারনে এ উদ্যোগকে অভিনন্দন জানাই।



    আইন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হান্নান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিন, আমিনুল হক সিদ্দিকী, রিদুয়ানুল হক প্রমুখ।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content