• উত্তর চট্টগ্রাম

    ওজনে কম দেওয়ায় গুনতে হলো জরিমানা

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ১১:০৪:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: হাটহাজারীতে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে হাটহাজারী পৌরসভার বড়বাজারে মাংসের দোকান ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।



    এসময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য এবং বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, পৌরসভার আনোয়ার সওদাগরের মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



    এছাড়া মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মাছের দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের অন্যান্য দোকানদার ও বাজার সমিতির সদস্যদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content