• জাতীয়

    বন্দর জেটিতে ভিড়লো ২০০ মিটার লম্বা ‘কমন অ্যাটলাস’

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৭:৩১:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: দেশের প্রধান সমুদ্রবন্দরের মূল জেটিতে সফলভাবে ২০০ মিটার লম্বা, ১০ মিটার ড্রাফটের বড় জাহাজ ‘কমন অ্যাটলাস’ ভিড়তে সক্ষম হয়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) ভিড়ানো হয়েছে।



    এর ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা কম খরচে পণ্য পরিবহনের সুযোগ পাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দেশের ভাবমূর্তি বাড়বে মেরিটাইম ওয়ার্ল্ডে।

    সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বেলুন উড়িয়ে বড় জাহাজ বার্থিং কার্যক্রম উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।



    এর আগে তিনি চট্টগ্রাম বন্দরের ভাণ্ডার ভবন এলাকায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন।



    বন্দর সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে বন্দরে ১৬০ মিটার লম্বা ও সাড়ে ৭ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো হতো। ১৯৮০ সালে তা বাড়িয়ে ১৭০ মিটার লম্বা ও ৮ মিটার ড্রাফট করা হয়। ১৯৯০ সালে ১৮০ মিটার লম্বা ও সাড়ে আট মিটার ড্রাফটে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে ১৮৬ মিটার লম্বা ও ৯ দশমিক ২ মিটার ড্রাফট করা হয়। ২০১৪ সালে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো শুরু হয়।



    0Shares

    আরও খবর 17

    Sponsered content