• সারাদেশ

    বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৬০ লিটার দেশী মদসহ ১ জন আটক

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৯:৩১:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আব্দুল জলিল,খুলনা অফিস: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের এক অভিযানে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

    ১৪ জানুয়ারী শনিবার রাতে তাকে মদসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী সাদিপুর গ্রামের মৃত মতলেবের ছেলে।



    থানার ডিউটি অফিসার জানান, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার), পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া নেতৃত্বে ১৪ জানুয়ারী বেনাপোল বাজারের মধ্যে হতে রাত ২১:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে মদের আস্তানা থেকে ৬০ লিটার দেশী মদসহ আসামী মোঃ আব্দুল মজিদ টুনু (৫২), পিতা-মৃত মতলেব, সাং-সাদিপুর (স্কুলপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যাশোরকে গ্রেফতার করেন ।



    তবে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া।



    এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে ।



    0Shares

    আরও খবর 4

    Sponsered content