প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ১০:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : হাড়কাঁপানো শীতে যখন রাতে পুরো শহর ঘরবন্দি। ভবঘুরে,পথশিশু/বৃদ্ধ,ঘরহীণ শীতার্ত মানুষগুলোকে শীতবস্ত্র ও কম্বল দিয়ে উষ্ণ রাখতে কাজ করছে নগরীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোপ ফাউন্ডেশন’। জানুয়ারির ২ তারিখ থেকে পর পর বিভিন্ন এলাকায় মধ্যরাতে শীতার্তদের কম্বল বিতরণ করে যাচ্ছে এ সংগঠন।
মুলত সামাজিক ও মানবকল্যাণমূলক কাজকে মূখ্য রেখে এই সংগঠন প্রতিনিয়ত কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম মারুফ বলেন, ‘আমাদের লক্ষ্য কমভাগ্যবান মানুষদের পাশে থেকে তাদের সামান্য হলেও শান্তি দেওয়া, আমাদের কর্মই আমাদের ধর্ম। সকলের সহযোগীতা পেলে আমরা ভবিষ্যতে সমাজ ও মানুষের জন্য ভালো কিছু কাজ করতে পারব বলে আশা রাখি।’