• উত্তর চট্টগ্রাম

    সরফভাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি’র সহায়তা

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৮:২১:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া প্রবাসীদের অন্যতম মানবিক সংগঠন “প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত’র পক্ষ থেকে সরফভাটা ইউনিনের ৮ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার বিকালে ছমদ সদাগরের বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে সমিতির সভাপতি কোরবান আলী ও সমিতির সদস্যদের সহযোগীতায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন।



    প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক হাসান মুরাদ,সে.লীগের সিনিয়র সহ- সভাপতি দেলোয়ার হোসেন, সরফভাটা ২নং ইউপি সদস্য নুরুল আলম, ৮নং ইউপি সদস্য সাইফুদ্দিন আলম, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাশেম, মোঃ মুসলিম উদ্দিন টিপু, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির প্রতিনিধি মোঃ হাসান ,ওমান প্রতিনিধি নুরুল ইসলাম, গাউসিয়া কমিটি ওমানের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোরশেদ রেজা, মোঃ সাজ্জাদ, দেশ প্রতিনিধি জবুরুত উল্লাহ জয়,মোঃ ফিরোজ উদ্দিন প্রমুখ।



    প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির পক্ষ থেকে যারা সরফভাটায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ২টি সহয়তা দিয়েছে তারা হলেন এ রহমান গ্রুপের চেয়ারম্যান ও সমিতির সভাপতি কোরবান আলী, হাজী মোহাম্মদ নরুন্নবী, মোঃ ইলিয়াছ, মোঃ আব্দুল হক, মোঃ মমতাজ উদ্দীন রাশেদ, মোঃ নাজিম উদ্দীন, মোঃ সাজ্জাদ হোসেন খোকন, মোঃ জসিম উদ্দীন আরকে, মোঃ হানিফ রাজু, মোঃ ইকবাল হোসেন।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content