• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ার পদুয়ায় ভোররাতে কিস্তিতে কেনা ট্রাকে আগুন

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৮:০২:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া ১০নং পদুয়ায় ভোররাতে মালবাহী ট্রাক আগুনে ধরে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।



    সোমবার ২ জানুয়ারি ভোররাতে মালবাহী ট্রাক পার্কিংয়ে রেখে চালক ঘুমাতে গেলে হঠাৎ এই মালবাহী ট্রাকে আগুন ধরে ট্রাক থাকা সিমেন্ট সহ পড়ে গেছে পুরো ট্রাকটি। ওই সময় একজন স্থানীয় মানুষ নামাজ পড়ে আসার সময় ট্রাকে আগুন দেখে ট্রাকের মালিক ও চালককে খবর দেন, ততক্ষণে পুরো ট্রাক আগুনে পুড়ে ছাই।



    ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক রাসেল জানান, আমার ট্রাকটি শহর থেকে সিমেন্ট এনে চালক ট্রাকটি পার্কিংয়ে রেখে ঘুমাতে গেলে হঠাৎ আগুন ধরে আমার গাড়িটি পুড়ে শেষ হয়ে গেছে। রানা মোটরস থেকে গাড়িটি কিস্তিতে ক্রয় করেছিলাম,প্রায় ৩২ লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে, আমার ইনকামের একমাত্র পথ, ট্রাকটি থেকে যা ইনকাম হয় সেটা থেকে পরিবার এবং কিস্তি দিয়ে থাকি। এখন আমি পথে বসে গেলাম।



    স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাঈদ রাসেল বলেন, ভাইয়ের গাড়িতে আগুন ধরে তার পরিবারের একমাত্র আয়ের উৎস ৩২ লাখ টাকার দামের ট্রাকটি পুড়ে গেছে। শুনেছি গাড়িটি কিস্তি করেছেন। তার এমন ক্ষতিতে সত্যিই আমরা মর্মাহত হয়েছি।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content