প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৮:০৩:৫১ প্রিন্ট সংস্করণ
খেলাধুলা ডেস্ক: ফ্রান্সের বিপক্ষে আজ রোববার বিশ্বজয়ের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে বড় পরিবর্তন আকাশি-সাদা শিবিরে। আনহেল ডি মারিয়াকে নকআউট পর্বের আগের ম্যাচগুলোয় প্রথম একাদশে না রাখলেও আজকের ফাইনালে ঠিকই তাকে ফিরিয়ে এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
ক্রোয়াটদের বিপক্ষে ৪-৪-২ ছকে খেলেছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই ম্যাচে লিওনেল মেসিরা নেমেছিলেন চার মিডফিল্ডার নিয়ে। আজ ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও একই কৌশলে খেলছে আর্জেন্টিনা, অন্তত একাদশ দেখে মনে হচ্ছে তা-ই।
ছক একই আছে আর্জেন্টিনার। তবে একাদশে আছে বড় পরিবর্তন। আনহেল ডি মারিয়া ফিরেছেন শুরুর একাদশে। তার বদলে একাদশ থেকে বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস।
একাদশে আছে আরও এক পরিবর্তন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে খেলেছিলেন নিকলাস টালিয়াফিকো, নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচে খেলতে পারেননি মার্কোস আকুনইয়া।
সেই আকুনইয়ার এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আজ তাকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ;
নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া;
রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া;
লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ