• বিনোদন

    নতুন লুকে রাজ-বুবলী

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ১০:৩৭:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: শাকিব খানের পর ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন শবনম বুবলী। আদর, সাইমন, রোশান, মাহফুজের পর এবার তাকে যাবে শরিফুল রাজের বিপরীতে। নির্মাতা মিশুক মনিরের পরিচালনায় ‘দেয়ালের দেশ’ নামক ছবিতে নতুন এই জুটিকে দেখা যাবে। যেখানে একদমই ভিন্ন লুকে ধরা দিয়েছেন চিত্রনায়ক রাজ ও বুবলী।



    চলতি বছরের মার্চে চুপিসারে প্রথম লটের শুটিং করেছেন বুবলী-রাজ। এবার পুরো কাজ শেষ করলেন তারা। গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় ছবিটির শেষ অংশের শুটিং শুরু হয়েছিল। গোপনীয়তা বজায় রেখে শুটিং করলেও ছবিতে বুবলী ও রাজের নয়া লুক ফাঁস হয়েছে! দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে রাজ, আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি।



    ছবিতে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও বুবলীর দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা গেল চেয়ারে হেলান ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। কী যেন বলার চেষ্টা করছেন।

    ‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে রাজ ও বুবলী দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বর্তমানে ‘দেয়ালের দেশ’ ছবির শুটিং করছেন। এ ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।



    ‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে নবীন নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে সেই ভিডিও টিকটকে আপলোড দিয়েছে। সেখান থেকে স্ক্রিনশট ছড়িয়েছে। শুটিং এখনও বাকি আছে। শেষ করে প্রেস মিট করে অফিসিয়াল লুক প্রকাশ করব।



    0Shares

    আরও খবর 20

    Sponsered content