• মহানগর

    চোরাচালান রোধে অভিযান জোরদার করতে হবে: জেলা প্রশাসক

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ১০:৩৩:২৮ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঢাকা রাজধানী হলেও বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম।

    এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। চোরাচালান রোধে টাস্কফোর্সের অভিযান আরো জোরদার করতে হবে।

    রোববার (১১ ডিসেম্বর) সকালে প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



    তিনি বলেন, অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন ও অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা রোধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। শস্যের ভেতর ভূত না থাকলে কোনও সমস্যা হবে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।

    জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ বলেন, জেলার আইন-শৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। চুরি-ডাকাতি-ছিনতাই রোধ, অস্ত্র ও মাদক উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



    জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভায় মাল্টিমিডয়ার মাধ্যমে নভেম্বর মাসের মাসের খাতওয়ারী অপরাধ চিত্র, সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোছা. সুমনী আক্তার।



    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, মোতাহেরুল ইসলাম চৌধুরী ,স্বজন কুমার তালুকদার, এস এম রাশেদুল আলম, আবদুল মোতালেব, হোসাইন মোঃ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, শাহাদাত হোসেন, শেখ জোবায়ের আহমেদ, সাব্বির রহমান সানি, মো. শাহিদুল আলম, মোহাম্মদ মামুন, আতাউল গণি ওসমানী, সাইদুজ্জামান চৌধুরী, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ আতিকুল মামুন, ফাতেমা-তুজ জোহরা, শরীফ উল্ল্যাহ, মাহফুজা জেরীন, মহানগর পিপি এডভোকেট আবদুল রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক উপপরিচালক ম্ধবী বড়ুয়া, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফরিদুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মো. আইয়ুব বাবুল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল প্রমুখ।



    আরও খবর 25

    Sponsered content