• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ১:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    বুধবার ৭ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।



    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বলেন, হঠাৎ করে মধ্যরাতে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে আমাদের জানা নেই। সন্দেহ হচ্ছে, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এই ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে প্রশাসন তদন্ত করছে।



    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মাহমুদুল হক নামে এক ব্যক্তি থানায় মামলা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।



    0Shares

    আরও খবর 28

    Sponsered content