প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ৮:২১:২৯ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী ডেস্ক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।
তিনি জানান, এ মাসে এলপি গ্যাসের দাম কেজি প্রতি ৩ টাকা ৮৩ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম বাড়ল ৪৬ টাকা।
গত মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানো বা কমানো হয়।