• অর্থনীতি

    সয়াবিন তেল ও চিনির দাম বাড়ল

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৯:২১:১৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ১২ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই কার্যকর।

    নতুন দাম নিশ্চিত করে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।



    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এতদিন এর দাম ছিল ১৭৮ টাকা। অর্থাৎ সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়লো ১২ টাকা।

    অন্যদিকে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৪৫ টাকা বেড়ে হয়েছে ৯২৫ টাকা। এতদিন ছিল ৮৮০ টাকা।



    খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এতদিন বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।



    এছাড়া ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা।



    0Shares

    আরও খবর 13

    Sponsered content