প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ১১:১২:৫০ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: বর্ণিল আয়োজনে সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে আয়কর তথ্য-সেবা মাস। আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চলগুলোর কার্যালয়ে এ উপলক্ষে বসেছে কর কর্মকর্তা ও করদাতাদের প্রাণের মেলা।
আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সংগ্রহে ভিড় করছেন আয়কর দাতারা। নির্দিষ্ট স্টলে নবীন করদাতাদের নানা কৌতূহল, প্রশ্ন, দ্বিধা দূর করছেন কর কর্মকর্তা ও কর আইনজীবীরা।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর তথ্য-সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর আপিল কমিশনার সফিনা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল বাহার, কর অঞ্চল-২ এর কমিশনার সামিয়া আখতার, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার ও কর অঞ্চল-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন।
মাসব্যাপী এ আয়োজনে চট্টগ্রাম আয়কর বিভাগের ৪টি জোনের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হবে।