• জাতীয়

    চট্টগ্রামে আ.লীগের জনসভা ৪ ডিসেম্বর

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ১০:৪৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগ জনসভা করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



    শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হবে।

    এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলটি অনুষ্ঠিত হবে। এক দিনের আয়োজনে সকালে উদ্বোধন, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং পরে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।



    এর আগে ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।



    0Shares

    আরও খবর 17

    Sponsered content