প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ১০:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি কমানো, নিরাপত্তা নিশ্চিতকরণসহ দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কনট্রোল রুমের নম্বর- পরিচালক পরিবহন (০২-৩৩৩৩১৯৭১১, পিএবিএক্স ৬০৭২), হারবার মাস্টার (০২-৩৩৩৩২৬৯১৬), পরিচালক নিরাপত্তা (০১৫৫০ ০০৫৩১১, ০১৫১৯ ১১৪৬৪৬) এবং সচিব (০২-৩৩৩৩৩০৮৬৯)। ঘূর্ণিঝড়ে বন্দর সংশ্লিষ্ট জরুরি প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ করা যাবে।