• বিনোদন

    সময়ের আগেই ‘সাধ’ খেয়ে আনন্দিত মাহি

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ১০:০৭:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। এখনো তার সাধ (বেবি শাওয়ার) নেওয়ার সময় হয়নি। তবে সময়ের আগেই ‘সাধ’ খেলেন এই নায়িকা। এরইমধ্যে হয়ে গেছে তার সাধ অনুষ্ঠান।



    শনিবার (২১ অক্টোবর) নিজের ফেসবুকে সাধের ছবি পোস্ট করে মাহি নিজেই তা জানান দিয়েছেন। ছবির ক্যাপশনে ‘পোড়ামন’ নায়িকা লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’

    মাহি বলেন, ‘গ্রামের বাড়ি রাজশাহী গিয়েছিলাম। সেখানে আমার মা-বাবার পরিবার মিলে এই আয়োজন করেছে। এমন একটি আয়োজন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। ভাষায় বোঝাতে পারব না কতটা ভালোবাসা পেয়েছি।’

    নায়িকা আরও যোগ করেন, চিকিৎসকের কথা অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে তার মা হওয়ার কথা।



    সবশেষ, গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় মাহি ছাড়াও অভিনয় করেছেন আদর আজাদ ও শিপন মিত্র।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।



    0Shares

    আরও খবর 20

    Sponsered content