• জাতীয়

    বাইসাইকেলে সাড়ে ১২ কেজি স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন যুবক

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৯:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: যশোর সীমান্তে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬টি স্বর্ণের বারসহ সাজু আহমেদ (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯ বিজিবির সদস্যরা।



    মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর তিনটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার ব্যাংদা বাশতলা এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক সাজু চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।



    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলাধীন ব্যাংদা বাশতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীকে গতিরোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করলে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।



    তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হবে।

    আরও খবর 17

    Sponsered content