• অর্থনীতি

    প্লেনের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় যাত্রীরা ছিলেন হোটেলে

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ৯:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দু’টি প্লেনের ইঞ্জিনে পাখির দেহাবশেষ পাওয়ায় এক রাত যাত্রীদের হোটেলে রাখা হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাই দুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে পাখির দেহাবশেষ পাওয়া যায়।



    ধারণা করা হচ্ছে ফ্লাইট দুইটি অবতরণের সময় পাখি ঢুকে পড়েছিল। ওই রাতে যাত্রীদের হোটেলে রাখা হয়। পরে ইঞ্জিন পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইট দুইটি চট্টগ্রাম ছেড়ে যায়।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ২৫৮ জন যাত্রী নিয়ে বেলা ১টা ২০ মিনিটে এবং ফ্লাই দুবাইয়ের ফ্লাইট ১৮০ জন যাত্রী নিয়ে বেলা ২টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে।

    0Shares

    আরও খবর 13

    Sponsered content