• মহানগর

    সিটি মেয়রকে হুমকি প্রদানকারী নুরুল আবছারের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২২ , ৯:৪৬:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীকে কুরুচিপূর্ণ বিতর্কিত অশালীন ভাষায় হুমকি প্রদানকারী নুরুল আবছারের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



    নগরীর আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নুরুল আলমের নেতৃত্বে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লােবর সামনে এসে শেষ হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।

    এসময় বক্তারা বলেন,সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরীকে কুরুচিপূর্ণ বিতর্কিত অশালীন ভাষায় হুমকি প্রদানকারী করদাতা সুরক্ষা পরিষদের নেতা নুরুল আবছারকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



    এতে বক্তব্য রাখেন ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা স্বপন মোল্লা, ক-ইউনিট আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: হোসেন,ক-ইউনিট আওয়ামীলীগ নেতা মো: বেলাল, গ-ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি বখতিয়ার উদ্দীন,৭নং মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা পারুল, ফারজানা হোরী।

    এসময় উপস্থিত ছিলেন মানিক আহমদ নিশাত, মিজান, শারমিন আক্তার, মুক্তা প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content