• মহানগর

    এমএ মান্নান ও কাজী ইনামুল হক দানুর কবর জেয়ারত

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সাবেক মন্ত্রী, বিএনএফ ইস্টার্ন জোন কমান্ডার এমএ মান্নান ও মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর কবর জেয়ারত করেছেন আওয়ামী লীগ নেতারা।

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এমএ মান্নানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ দোয়া পরিচালনার সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ, সুরথ কুমার চৌধুরী, নেসার আহম্মেদ, আব্দুল আওয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, মো. ইব্রাহীম, সাজ্জাদ আলী বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, কাজী রাজিশ ইমরান, হোসেন সরওয়ার্দী, মো. আবসার, ডা. ইকবাল।



    কর্মসূচিতে অংশ নেন আলী হোসেন, শেখ রাজীব আহম্মেদ, মো. জামাল উদ্দিন, রহিম দাদ খাঁন বাদশা, শহিদুল আলম, মো. নুরুজ্জামান, আশরাফুল হক টিপু, রাশেদ চৌধুরী, এসএম আব্বাস উদ্দিন, আমিনুল ইসলাম আজাদ, বাবুল দাশ বাবলু, দেলোয়ার হোসেন সুমন, নাজমুল হাসান রুমি, নজরুল ইসলাম, ইমরান আলী রাজু, মো. ওমর, আমজাদ হোসেন, ইয়াসিন ভুঁইয়া, আলী হাসান, মো. মারফ, সালামত উল্লা মানিক, রিমন পাঠান, নুর উদ্দিন বাবু, রাশেদুল কাদের মাহিন, শাহদাত টিপু,নয়ন মজুমদার, আশরাফুল আলম সিদ্দিকী, বন্ধন সেন, আরিফ উদ্দিন, মো. রাসেল, আবির মো. রাসেল, এবাদুল ইসলাম আবিদ, মো. হান্নান প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে এমএ মান্নানের মতো এমন সজ্জন ব্যক্তি পাওয়াটা বিরল ঘটনা। কারো সঙ্গে উনার বৈরিতা ছিল না। সবার কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য। বৃহত্তর চট্টগ্রামে এমএ মান্নান ছিলেন অদ্বিতীয়।

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কাজী ইনামুল হক দানুর কবর জেয়ারত, বিশেষ দোয়া শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।



    এ সময় উপস্থিত ছিলেন নেসার আহমেদ, নাজিম উদ্দিন, আব্দুল আউয়াল, শেখ নাসির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, কাজী রাজিষ ইমরান, হোসেন সরোয়ার্দী, শহিদুল আলম, আশরাফুল হক টিপু, আমিনুল ইসলাম আজাদ, বিপ্লব বর্ধন, এসএম আব্বাস উদ্দিন, বাবুল দাশ বাবলু, দেলোয়ার হোসেন সুমন, নাজমুল হাসান রুমি, নজরুল ইসলাম, ইয়াসিন ভুঁইয়া, আমজাদ হোসেন, রিমন পাঠান, সালামত উল্লা মানিক, নুর উদ্দিন চৌধুরী বাবু, শাহদাত টিপু, নয়ন মজুমদার, বন্ধন সেন প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, কাজী ইনামুল দানু দেশকে স্বাধীন করার জন্য যে সংগ্রাম করেছেন তা কখনো ভোলার নয়। মৃত্যুর আগপর্যন্ত তিনি নীতিতে ছিলেন অটল, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, বজ্রকণ্ঠ। তিনি ছিলেন মেধার রাজনীতির অনন্য দৃষ্টান্ত। লেখা, ছবি আঁকায়ও তিনি নিপুণতার স্বাক্ষর রাখেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content