• খেলাধুলা

    সাবিনাদের যেভাবে বরণ করবে বাংলাদেশ

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ১০:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের বরণ করবে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

    প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে নেপাল থেকে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। সেখানে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের রিসিভ করবে।



    বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য বিমানবন্দরে যাবেন না। তিনি না থাকার কারণ সম্পর্কে বলেন, ‘আমি চাই কালকের দিনে মেয়েরাই প্রচার পাক। দিনটা মেয়েদেরই হোক। তাই আমি বিমানবন্দরে যাব না, বাফুফে ভবনে আমি মেয়েদের রিসিভ করব। এখানেই ওদের সঙ্গে কথা বলব।’

    সভাপতি না গেলেও বাফুফের অন্য কর্মকর্তারা যাবেন। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হবেন বিমানবন্দরে। সেখানকার আয়োজন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দর মিষ্টিমুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবে।’

    ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’



    বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

    সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের অনেকে সাবিনাদের সঙ্গে বাফুফেতে সময় কাটাবেন। আগামীকাল এই পর্যন্ত বাফুফের পরিকল্পনা- ‘আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আগামীকালের পর যদি কোনো সংবর্ধনা বা অনুষ্ঠান হয় সেটি নির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে হবে’- বলেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

    আরও খবর 16

    Sponsered content