• মহানগর

    সাবেক মন্ত্রী এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী বুধবার

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ১০:৫৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মুক্তিযুদ্ধকালীন বিএলএফ ইস্টার্ন জোনের অধিনায়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী জননেতা মরহুম এম এ মান্নান এর ১৩ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর)।

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল বুধবার দামপাড়াস্থ আলাদি জমিদার জামে মসজিদে সকাল ৯টায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

    অন্যদিকে, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু’র ৯ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মহানগর আওয়ামী উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টেশ্বরী রোডস্থ বাইতুস সালাত জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং মসজিদ সংলগ্ন কবরে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



    কর্মসূচী সমূহ সফল করতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content