• পার্বত্য চট্টগ্রাম

    বিয়ের একমাস পার না হতে পাহাড় ধ্বসে স্বামী গুরুতর আহত: পরিবারে নেমে আসলো বেদনা

      প্রতিনিধি ২ জুন ২০২৫ , ১০:২০:২৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ২জুন ২০২৫,আনুমানিক সকাল এগারোটা বিশ মিনিটের দিকে থানচি উপজেলার ২ নং তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার এলাকায় টানা বৃষ্টির ফলে পাহাড় ধ্বসে পাথরসহ ১টি ঘরের উপরে পড়ে গিয়ে ঘর ভেঙে পড়ে এবং বাড়িতে থাকা চশৈনু মারমা নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।আহতকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    এই বিষয়ে জানতে চাইলে গুরুতর আহত এর স্ত্রী নাংম্রাচিং মারমা বলেন, ঘটনার সময় তিনি রান্না ঘরে ছিলেন। হুট করে একটি পাথর পড়ে, পাহাডড়ের মাটি এসে ঘর ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বের হয়ে দেখি স্বামী ও মাটি চাপা পাথরের মধ্যে চাঁপা পড়ে যায়। মানুষকে ডাকাডাকি করে খবর পেয়ে উদ্ধার করে নৌকা নিয়ে এখানে নিয়ে আসে।

    জানা গেছে, রাঙামাটি জেলার কাপ্তাই কুকি মারা পাড়ার মংবিং মারমা এর মেয়ে নাংম্রাচিং মারমা এর সাথে,থানচি উপজেলার চশৈনু মারমা (৩৮),পিতাঃ রেদাস মারমা,তিন্দু বাজার,১ নং ওয়ার্ড,২ নং তিন্দু ইউপি। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১ মাস আগে, এরই মধ্যে তার পরিবার নেমে আসে এই দুর্ঘটনা।

    জানা গেছে, গুরুতর আহত ব্যক্তি এর পরিবারের পাঁচ সদস্যদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

    এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, পাহাড় ধ্বসে পাথর পড়ে আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রেফার করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

    উল্লেখ্য যে, চারটি ইউনিয়ন পরিষদ নিয়ে থানচি উপজেলা দুটি ইউনিয়নে নেটওয়ার্ক ও বিদ্যুৎ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ও পিছিয়ে আছে তিন্দু ও রেমাক্রি। এই দুটি ইউনিয়নে নেটওয়ার্ক বিদ্যুৎ সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে নদী পথে উপজেলা সদরে আসতে হয়। যার কারণে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে ফায়ার সার্ভিস কিংবা আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মীরা তথ্য বা যোগাযোগ করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

    আরও খবর 29

    Sponsered content