• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা

      প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১০:৪৭:২৯ প্রিন্ট সংস্করণ

    মো: শহীদুল ইসলাম শহীদ, থানচি : ২১মে দুপুরে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক এনজিও এর আয়োজনে,ব্র্যাক উপজেলা ম্যানেজার প্রিয় লাল চাকমার সার্বিক সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে,জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার নাছির অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।

    এতে অবহিতকরণ সভার মূল আলোচনা তুলে ধরেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী জেলা ব্যবস্থাপক (বান্দরবান) নিখেল চাকমা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) থানচি, থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো ও যুব উন্নয়ন কর্মকর্তা হোসাইন মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।

    এছাড়াও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার লিডার পিয়ার মাহমুদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক এনজিও কর্মী, সাংবাদিক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার লিডার পিয়ার মাহমুদ।

    জলবায়ু পরিবর্তনের ফলে জলবায়ু সংবেদনশীল রোগ কি কি এই বিষয়ে রোগের ধরণ,প্রকল্প কৌশল,প্রকল্প কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

    আরও খবর 29

    Sponsered content