• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে বন্ধ “মাতৃদুগ্ধ কর্নার”: পাবলিক টয়লেটে বিপাকে পর্যটকরা!

      প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ১:১৩:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ সুন্দরের লীলাভূমি থানচির মনোরম দৃশ্য অবলোকন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার নারী-পুরুষ পযর্টক।

    নারী পর্যটকদের জন্য দুই বছর আগে জেলা পরিষদ কর্তৃক “মাতৃদুগ্ধ কর্নার” নামে একটি কক্ষ স্থাপন করা হয়। কয়েক বছর পর্যটকদের আসা যাওয়া নিষেধাজ্ঞা থাকলেও তা গত ৬ই জুন ২০২৫ ইংরেজী সরকারি প্রজ্ঞাপনে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। কিন্তু “মাতৃদুগ্ধ কর্নার” খোলা না থাকায় বিশেষ করে মহিলা পর্যটকদের বিপাকে পড়তে দেখা যায় তাদের সন্তানদেরকে মাতৃদুগ্ধ পান করাতে।

    অন্যদিকে পর্যটন তথ্য সেবা কেন্দ্রের আগে স্থাপন করা পাবলিক টয়লেট টি বন্ধ থাকায় হিমসিম খেতে হচ্ছে ভ্রমণ পিপাসুদের।

    পর্যটক গাইড সমিতির দপ্তর সম্পাদক প্রদীপ ত্রিপুরা বলেন, আমাদের বলা হয়েছে এটা পর্যটক নারীদের “মাতৃদুগ্ধ কর্নার” তবে এই কর্নারটি তৈরি করার পর থেকে কখনো খোলা হয় নাই, চাবি কার কাছে আমাদের জানা নেই। তবে উপজেলা থেকে বিস্তারিত জানতে পারবেন।

    খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাঙ্গু ব্রিজের নিচে পর্যটন তথ্য সেবা কেন্দ্রের পাশে পাবলিক টয়লেট,রাত্রিযাপন করা পর্যটকরা পাবলিক টয়লেট খুঁজছেন। সাংবাদিক দেখে এগিয়ে এসে ঢাকা থেকে আগত আমান উল্লাহ বলেন, আমরা আসছি গতকাল, এখানে এসে একটু ফ্রেশ হবো টয়লেটে যাব,এসই ব্যবস্থাটুকু আমরা দেখতেছি না,কাউকে যে অভিযোগ করবো ওরকম কোন লোকও আমরা পাচ্ছি না। আসলে এইভাবে হলে তো পর্যটন সৌন্দর্য হারাবে, উপজেলা প্রশাসন এই দিকে ভালোভাবে নজর দিতে পারেন।

    এছাড়াও আরেকটি জায়গায় জেলা পরিষদ কর্তৃক স্থাপন করা “মাতৃদুগ্ধ কর্নার” টি বন্ধ রয়েছে।

    এই বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, দীর্ঘ সময় পর্যটক আসা বন্ধ থাকার কারণে গুছিয়ে উঠতে সমস্যা হচ্ছে,ঈদের বন্ধে অনেকে বাড়িতে গেছে, আমি এই বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

    আরও খবর 29

    Sponsered content