• জাতীয়

    এবারও মাধ্যমিক স্কুলে লটারিতে ভর্তি

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৮:০৫ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: এবারও দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও উপজেলা সদরে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।




    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।




    শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী সপ্তাহে ভর্তি নীতিমালা জারি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর 17

    Sponsered content