প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ১০:২৭:১৬ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) নগরের চেরাগী পাহাড় মোড়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
আবু সাঈদ চাঁদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ দেখে বিএনপি-জামায়াত আগামী জাতীয় নির্বাচন নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। সবাইকে এ দেশদ্রোহী ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জাসদ উত্তর জেলা সভাপতি ভানুরঞ্জন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, মো. আনোয়ার পাশা, কবি আশীষ সেন, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, আবিদা আজাদ, অ্যাড. রেহানা কবির রানু, মহানগর মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালুকদার, মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, মঈনুদ্দীন কাদের লাভলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগ সভাপতি দিদারুল আলম দিদার, চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ সদস্য সচিব অ্যাড. জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা, জিন্নাহ সুলতানা ঝুমা, সবিতা রানী বিশ্বাস, রোজী চৌধুরী, শমিষ্ঠা সেন, আলী আকবর, সমীরন মল্লিক, সোমা মুৎসুদ্দী, সাবিহা নাহার রক্সি, নাজমা সুলতানা নুপুর, আনোয়ার আজম, রিমন মুহুরী, সজল দাশ, অচিন্ত্য কুমার দাশ, মু হায়দার আলী সাদ্দাম প্রমুখ।