প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ১১:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: টানা সমালোচনা আর বিতর্কের পর ভেঙে দেওয়া হলো মাহমুদ-সবুজের নেতৃত্বের চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের কমিটি। কমিটি বিলুপ্তির ঘোষণায় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগেরই একাংশ।
শনিবার (১৮ মে) রাত ৯ টার দিকে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
জানা গেছে, দশ টাকার খাম ১শ টাকায় বিক্রি, পদ ব্যবহার করে অবৈধ টাকা উপার্জন, ছাত্রলীগ নেতা কতৃক অফিস সহকারীকে লাঞ্চিত করাসহ নানান অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিলো চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
এর আগে ২০১৫ সালে ১৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস থেকে শিবির উৎখাত করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য কমিটি ঘোষণা করলেও সেই কমিটি চলছিলো ৬ বছর ধরে। তবে শেষ তিন মাস ধরে চট্টগ্রাম কলেজে আর নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে পারেনি মাহমুদ-সবুজ। নিজেদের কর্মীদের দ্বারা লাঞ্চিত হয়েই ক্যাম্পাস ছাড়তে হয় তাদের।