প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৯:১৪:১২ প্রিন্ট সংস্করণ
সাতকানিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরীর উদ্যোগে নিজ বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিদারুল আলম, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি, আমিলাইশ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহমেদ,খাগুরিয়া ছাত্রদলের সাবেক সভাপতি হামজাল আলী, ছাত্রদল নেতা জলিল উদ্দিন এবং বান্দরবান উপজেলা জাসাস এর সদস্য সচিব মিশকাত প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। এতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর আলম।