প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৯:০৭:৩০ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত,জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্রণালয়ে বাস্তবায়নে জাতীয় ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৌনম বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সেবা এস,এস,এন,কাকুলি বড়ূয়া, এস,এস,এন,তাছলিমা খাতুন, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য প্রত্যয় দে,সদস্য মোঃ হাসানুল করিম।
১৫ মার্চ শনিবার সকাল ১০টা ২টি স্হায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাতঁমারা স্বাস্থ্য উপকেন্দ্র, ৩টি ভ্রাম্যমান কেন্দ্র ঝংকার মোড়,বিবিরহাটও হেয়াকোতে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ৪৮০ টি কেন্দ্র ভিটামিন এ ক্যাপসুল ১লক্ষ ২হাজার শিশুকে (৬মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে।