• মহানগর

    চট্টগ্রামে জিপিএইচ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫৫:৩০ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: দেশের শীর্ষস্থানীয় স্টিল রড নির্মাতা জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত ১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট ২০২৫ চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি)-এ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গলফিং ও স্পোর্টসম্যানশিপ-এর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন, চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের খেলাধুলার উন্নয়ন ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।

    এসময় জিপিএইচের বোর্ড অব ডিরেক্টর ও উনাদের পরিবারের সদস্য এবং জিপিএইচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল অতিথিদের স্বাগত জানিয়ে খেলাধুলার প্রসার ও সামাজিক সম্পৃক্ততায় জিপিএইচের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাদের পারফরম্যান্স ও স্পোর্টসম্যানশিপ-এর প্রশংসা করেন। এই আয়োজন জিপিএইচ গলফ টুর্নামেন্টের ঐতিহ্য বজায় রেখে গলফিং কমিউনিটিতে তাদের সুনাম আরও দৃঢ় করেছে। টুর্নামেন্ট শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

    জিপিএইচ ইস্পাত ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

    আরও খবর 25

    Sponsered content