• কক্সবাজার

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশ

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

    আহমদুল হক: ১৪ ফেব্রুয়ারী শুক্রবার ৫ ঘটিকার সময় রামু উপজেলা ফতেকারকুল ইউনিয়নের শ্রীকুল চেরাংঘাড়া (চৌমুহনীর পূর্ব পাশে) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর বাড়ি পরিদর্শনে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা শাখার নেতৃবৃন্দ।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ক্বারী আবু নাছের এবং উত্তর শাখার সভাপতি মাওলানা আসাদ উল্লাহ রহমানি সহ একটি প্রতিনিধি দল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত ৪টি হিন্দু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

    প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ঈসমাইল রশিদ আনচারী। ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা শাহিনুল ইসলাম এবং ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুর রহমান। খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি মাওলারা আতাউল্লাহ, ইসলামী যুব আন্দোলন খুনিয়াপালং ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মাহবুব আলম সাদিক।

    গতকাল এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং অনেক বাড়িঘর পুড়ে গিয়ে পরিবার গুলোর ক্ষয়ক্ষতি হয়।

    আরও খবর 30

    Sponsered content