প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১২:১২ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: কথায় অন্তর্নিহিত আছে শিক্ষায় জাতির মেরুদন্ড।কিন্তু বর্তমানে শিক্ষা আমাদের জীবনে এই গুরুবাক্যটির যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে। এখন সময় এসেছে সুশিক্ষায় আমাদের জাতির সম্পদে পরিণত করতে হবে।কেননা সুশিক্ষাবিহীন আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়।সুশিক্ষায় পারে আমাদের আলোর সন্ধ্যান দিতে।শিক্ষায় আমাদের জীবনের গতিপথকে বেগবান বা আবার কখনো কখনো প্রকৃত শিক্ষার অভাবে আমাদের বি পথভ্রষ্টও করে তোলে। শিক্ষাবিহীন আমাদের জীবন কখনোই আলোর সন্ধান দিতে পারে।
শিক্ষায় পারে আমাদের সামগ্রিক অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিশারী করতে। শিক্ষা সবসময় আমাদের জীবনবেোধকে জাগাতে এবং জীবনকে তার আপন গন্তব্যে নিয়ে যেতে সহায়তা করে। কিন্তু বর্তমানে আমাদের দেশে বিশ্বের অনেক দেশেই চ্যারেঞ্জের সম্মুখীন।কেননা অর্থবৃত্তের মারাত্নক প্রভাবে শিক্ষা কখনো কখনো এখন অসহায়ত্বে উপনীত হয়ে যায়।কেননা মানুষের নির্ভরশীলতা জুড়েই বর্তমানে অর্থ প্রধান ভুমিকায়। অর্থ ছাড়া আমাদের জীবন প্রায় অচল বলা চলে। অর্থের এত প্রভাবের মাঝেও শিক্ষা তার গৌরবদীপ্ত পথচলায় সবসময় আলোর কান্ডারী হয়ে যেকোন উত্তীর্থ হতে ভালোবাসে।মুলত অর্থের দুদার্ন্ত প্রভাব থেকে শিক্ষাকে এগিয়ে নিতে অনেক কঠিনসাধ্য কাজ করতে হয়।সবকিছুর পরেও শিক্ষা সেই কঠিনতম পথ পাড়ি দিতেই সক্ষম।কেননা সুশিক্ষায় পারে আমাদের আলোর সন্ধান দিতে মুক্তির বার্তা জোগাতে,প্রকৃত জীবন মহিমায় নিজেকে জাগরিত করতে।
অর্থের নানাবিধ প্রভাবের মাঝেও আমাদেরকে মনে রাখতে শিক্ষার শ্রেষ্ঠত্বের কথা।কেননা আমরা আমাদের সামগ্রিক মর্যাদা,সম্মান ও শ্রদ্ধাবোধের জায়গায় শিক্ষাকেই সিঁড়ি হিসেবে গণনা করতে পারি।শিক্ষার প্রকৃত স্বরুপই পারে আমাদেরকে সত্যিকার সম্মানের অধিকারী করতে। সুশিক্ষায় পারে আমাদের প্রকৃত মনুষ্যত্বসম্পন্ন মানুষে পরিণত করতে। তাই আমাদের জীবনে অর্থের বড়বেশি প্রয়োজনীয় অপরিসীম থাকা স্বত্ত্বেও শিক্ষার গুরুত্বকে বেশি বেশি প্রাধান্য দেয়া জরুরী। আমাদের জীবনের সামগ্রিক ক্ষেত্রে সুশিক্ষাকেই যথাযথ অনুধাবন, গুরুত্ব ও সম্মান করা জরুরী।যে সমাজে শিক্ষার গুরুত্বের চেয়ে অর্থের গুরুত্ব বেশি হয়ে যাবে সে সমাজ শিক্ষা অসহায়ত্ব ধারণ করবে।মুলত সে সমাজে আর শৃঙ্খলা, সম্মান ও মর্যাদাবোধ থাকবেনা।
তাই আমাদের উচিত সুশিক্ষাকেই প্রথম গুরুত্বের কাতারে রেখে সম্মান ও মর্যাদা দেয়া।সুশিক্ষায় আমাদের সামগ্রিক জীবনে আলোকবর্তিকা হয়ে বাতিঘর হতে সাহায্য করে। মনে রাখতে হবে আমাদের সকলের জীবনের টাকার প্রয়োজনীয়তা অবশ্যই অনস্বীকার্য কিন্তু শিক্ষার মানহানি করে সে অর্থবৃত্ত মুলত আমাদের জীবনের সম্মানবোধটিই নষ্ট করে তোলে।তাই প্রকৃত শিক্ষার প্রতি আমাদের সম্মানবোধ আরো বেশি জাগরিত করার মনোপরিবেশ বৃদ্ধি করতে হবে।
লেখকঃ সাংবাদিক,কবি ও প্রাবন্ধিক।