• খেলাধুলা

    দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীণদের ঘরোয়া ক্রিকেট অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া প্রতিবেদন: নগরের দক্ষিণ হালিশহরের সিডিএ বালুর মাঠে নবীন-প্রবীণদের ঘরোয়া ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও প্রধান অতিথি ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

    দিন ব্যাপী ক্রিকেট মিলন উৎসবে ৬ টিমের নক আউট পর্বের টুর্নামেন্টে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    ১২ ফেব্রুয়ারি, বুধবার সকালে সিডিএ বালুর মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নগর কমিটির সদস্য ও সাবেক ক্রীড়াবিদ মাহাবুব এলাহী, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আনসারী।

    ৩৯ নং ওয়ার্ড এস আলম বি আলম গলির নবীন প্রবীণ কর্তৃক ৭ম বারের মতো আয়োজিত দিনব্যাপী ক্রীড়া উৎসবে মিজানুর রহমান পারুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মোঃ শাহজাহান, মোঃ শরীফ, নওশাদ, যুব সংগঠক হোসনি মোবারক রিয়াদ, মোঃ সোহেল।

    আয়োজক কমিটির কো -চেয়ারম্যান আর জে রাসেল, আনিসুর রহমান, সাদ্দাম হোসেন সাইবা, মোঃ ইমন,আলী নূর , সহকারী হিসেবে মনি, রোহান,আজম ,রনি ও সুমন প্রমুখ।

    খেলার চলতি ধারাবিবরণী দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম এ মুরাদ হোসেন এবং ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

    বিকেলে ১০ ওভারের ফাইনাল খেলায় ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব- স্বর্ণতারা ক্রিকেট টিম কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন। দিন ব্যাপী ক্রিকেট উৎসবের বিভিন্ন খেলার ম্যান অফ দা ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়।

    আরও খবর 16

    Sponsered content