প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ
কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলার কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। আটককৃত মুজিবুর রহমান উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
থানার ওসি মো: আরমান হোসেন জানান, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী মামলায় অভিযোগে তাকে উত্তর ধুরুং ৬ নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৫) ধুরুংবাজার থেকে আটক করা হয়েছে। সে বাকখালী গ্রামের সফর মুল্লুকের পুত্র বলে জানা গেছে।