• মহানগর

    প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: ডিসি পার্কের গেইটে যানজটকে ঘিরে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে ঢাকা কনটেইনার ও ভারী যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান।

    তিনি জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর উপ কমিশনারের কার্যালয়ে বৈঠকে বিস্তারিত আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রাইম মুভার চলাচল শুরু হয়েছে।

    আলোচনার বিষয় সম্পর্কে তিনি বলেন, আমাদের মূল দাবি ছিল পোর্ট লিংক রোড দিয়ে প্রাইম মুভার, লরিসহ ভারী যানবাহন চলাচল করে। ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এ সড়কে ডিসি পার্কের মূল ফটক হওয়ায় যানজট তৈরি হয়। সেই জটে আটকা পড়া চালকদের ওপর হামলা করে ছিনতাইকারী ও সন্ত্রাসীরা। অথচ ডিসি পার্কে যাতায়াতের আলাদা সড়ক আছে, সেটি শুধু একটু মেরামত করতে হবে। আমাদের দাবি ছিল সেই সড়কটি চালু করা হোক। নয়তো পোর্ট লিংক রোডে বন্দর কেন্দ্রিক প্রাইমমুভার, লরি চলাচলের জন্য তারকাঁটা দিয়ে দিতে হবে ডিসি পার্কের বর্তমান গেইট এলাকায়।

    সূত্র জানায়, বন্দরের আমদানি-রপ্তানির কনটেইনার পরিবহনে প্রাইম মুভার, লরির বিকল্প নেই। বুধবার রাত থেকে কর্মবিরতির কারণে কনটেইনার পরিবহনে বিঘ্ন ঘটে। বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপোতে জমে যায় হাজার হাজার কনটেইনার।

    আরও খবর 25

    Sponsered content